রবিবার, ৩ মে, ২০১৫

জেনে রাখুন, দলিলের বিভিন্ন রকম শব্দের অর্থ ও ব্যবহার



নানা কারণেই আমাদের বিভিন্ন সময়ে দলিল ঘাঁটাঘাঁটি করতে হয়কিন্তু দলিলপত্র ঘাঁটার অভ্যাস নেই এমন লোকদের জন্য দলিলের ভাষা উদ্ধার করা সহজসাধ্য কাজ নয়কেননা, বাংলা দলিল কিংবা চুক্তিপত্রে অনেক শব্দ আছে, যেগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়আবার এমন সব শব্দও আছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তায় খুব কম ব্যবহূত হয় কিংবা আমাদের সঙ্গে তাদের পরিচিতি কমদলিলে ব্যবহূত এ রকম কিছু শব্দের অর্থ ও ব্যুৎপত্তি নিচে তুলে ধরা হলো

সাং = সাকিন, সাকিমসাকিন বা সাকিম শব্দের অর্থ ঠিকানা, বাসস্থান 
গং = অন্যরা, সমূহঅমুক [ব্যক্তিনাম] ও অন্যান্য বা তার সহযোগীগণযেমন: যদি লেখা থাকে আবদুল কাদের গং, তাহলে বুঝতে হবে যে আবদুল কাদেরের সঙ্গে আরও অনেকে আছেন
মোং = মোকামএর অর্থ আবাস, বাসস্থান হলেও মূলত বাণিজ্য স্থান বা বিক্রয়কেন্দ্র বোঝাতেই এটি ব্যবহূত হয়
কিঃ = কিস্তিকিন্তু শব্দটি দফা, বার, ক্ষেপ এই অর্থেও ব্যবহূত হয়
এজমালি/ইজমালি = যৌথ, সংযুক্ত, বহুজনের একত্রেযেমন: এজমালি সম্পত্তি বলতে যৌথ মালিকাধীন সম্পত্তিকে বোঝায়
কিত্তা/ কিতা = আববি ক্বত্বহশব্দজাতএর অর্থ অংশ, জমির ভাগ, পদ্ধতি 
ছানি = আরবি শব্দ, অর্থ দ্বিতীয়বারপুনর্বিবেচনার প্রার্থনাযেমন: ছানি মামলা
ছোলেনামা = মীমাংসা, আপোষ/আপসছোলেনামা মানে আপস-মীমাংসাপত্র
জঃ = জমাসাধারণ অর্থে জমাবলতে সঞ্চিত, রাশীকৃত, স্তূপীকৃত হওয়া বোঝায় কিন্তু ভূমি আইন ও দলিল-দস্তাবেজে এটি ভিন্ন অর্থ বহন করেযেমন: জমা মানে পুঁজি, মোট, খাজনা, রাজস্ব, বার্ষিক কর [হাওলার বার্ষিক জমা ১০ টাকা] আবার জমা ওয়াশিল’-এর অর্থ আয়-ব্যয়ের হিসাব; ‘জমা ওয়াশিল বাকিমানে দেয় খাজনার কত আদায় বা লভ্য খাজনার কত আদায় হয়েছে এবং কত বাকি আছে তার হিসাব; ‘জমা খারিজঅর্থ যৌথ খতিয়ানের জমা থেকে কোনো সহমালিক বা অংশীদারের আবেদনক্রমে তার অংশ আলাদা করে যে নতুন জমা ও খতিয়ান সৃষ্টি করা হয়
খারিজ = সাধারণ অর্থে বাতিল করা হয়েছে এমন বোঝায়ভূমি আইনে একজনের নাম থেকে অন্যজনের নামে জমির মালিকানা পরিবর্তন করে নেওয়াকে বোঝায়
তমঃ = তমসুকআরবি শব্দজাত, যার অর্থ দলিল, ঋণ-স্বীকারপত্র বা খতঅর্থাৎ কর্জ গ্রহীতা যে লিখিত পত্র, বিশেষত সরকারি স্ট্যাম্প বা কাগজমূলে কর্জদাতার কাছ থেকে টাকা ধার নেয়বন্ধকী তমসুক মানে হলো বন্ধকনামা বা বন্ধকী বা বন্ধকী খত
দং = দরুন, বাবদ, দখল
নিম = ফারসি শব্দএর অর্থ অল্প, অর্ধেক, অধস্তন বা অধীন ইত্যাদি
নং = নম্বর বা সংখ্যা অর্থে বোঝানো হয়
পঃ = পঞ্চম বা পাঁচের স্থানীয়
পোঃ = পোস্ট অফিস বা ডাকঘর বোঝানো হয়
মহঃ = মহকুমাব্রিটিশ আমলে জেলার একটি প্রশাসনিক অংশকেই মহকুমা বলা হতো 
মুসাবিদা = খসড়া তৈরি করামুসাবিদাকারক মানে যিনি দলিল লেখেন
হিঃ = হিসাব শব্দের সংক্ষিপ্ত রূপ
চৌঃ = চৌহদ্দিচৌহদ্দি শব্দের অর্থ হচ্ছে চারধারের সীমানা
তঃ/তপঃ = তফসিল, তহশিল 
তামাদি = ফারসি শব্দএর অর্থ নির্ধারিত সময়সীমা 
বিতং = বিস্তারিত বিবরণ, কৈফিয়ত, বৃত্তান্ত অর্থে ব্যবহূত হয়
মাং/ মাঃ = মারফতমারফত মানে মাধ্যম, অর্থাৎ যার হাত দিয়ে বা মাধ্যমে আদান-প্রদান করা হয়
সহঃ = সহকারী, যিনি কাজে সহযোগিতা করেন
সুদিখত = একশ্রেণীর বন্ধকী দলিল
হলফ = সত্য বলার জন্য যে শপথ করা হয়হলফকারী মানে যিনি সত্যায়ন করেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন